
ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন (আইএফসি) কান্ট্রি ম্যানেজার ওয়েন্ডি ওয়ার্নার বলেছেন ‘বাংলাদেশে আমাদের বিনিয়োগ বাড়ছে। বিশেষ করে কৃষিখাতে আমরা ঋণ সহায়তা বাড়িয়েছে। এখানে যে বিনিয়োগ সম্ভাবনা দেখছি তাতে, ভবিষ্যতে প্রতি বছর শত কোটি ডলার বিনিয়োগ করা সম্ভব।’
নাগরিক টিভিকে দেয়া সাক্ষাৎকারে এসব কথা বললেন ওয়েন্ডি ওয়ার্নার।
ষোল কোটি মানুষের দেশ, যেকোন বিনিয়োগকারীর জন্য বড় বাজারের হাতছানি। এখানে বিনিয়োগ সম্ভাবনা অন্য অনেক দেশের চেয়ে অনেক বেশি। তবে অবকাঠামোগত দুর্বলতা, বন্দরের গতিশীলতা না বাড়াসহ নানা বাধায় প্রত্যাশিত বিনিয়োগ আসছে না।
ওয়েন্ডি ওয়ার্নার আরও বলেন, ‘বিনিয়োগের ক্ষেত্রে প্রধান বাধাগুলোর অন্যতম আমলাতান্ত্রিক জটিলতা। এছাড়া ঋণ নিয়ে পরিশোধ না করার মানসিকতাও বড় সমস্যা। তবে ওয়ান স্টপ সার্ভিস চালুর উদ্যোগ সত্যিকার অর্থে ভালো ফল দিবে। এটি বিদেশি বিনিয়োগ বাড়াতে সহায়তা করবে।’
সম্প্রতি বিশ্ব ব্যাংক প্রকাশিত ডুয়িং বিজনেস রিপোর্ট বলছে, বাংলাদেশে আগের তুলনায় ব্যবসা করা সহজ হয়েছে। এ বছর ৮ ধাপ এগিয়ে ১৯০টি দেশের মধ্যে অবস্থান ১৭৬তম। যে ২০টি দেশ এই সূচকে সবচেয়ে বেশি অগ্রগতি করেছে সেই তালিকাতেও আছে বাংলাদেশ।
আইএফসি এর কান্ট্রি ম্যানেজার জানান, ‘ডুয়িং বিজনসে বাংলাদেশ অসাধারণ উন্নতি করেছে। এটা ব্যবসার পরিবেশ উন্নয়নের শুরুর যাত্রা বলবো আমি। তবে বিনিয়োগ পরিবেশ উন্নয়ন সত্যিকার অর্থেই চ্যালেঞ্জের।’
বাংলাদেশের উন্নয়নে এখন পর্যন্ত সরকার-বেসরকারি পর্যায়ে আইএফসি’র দেয়া ঋণ সহায়তার পরিমাণ ১৫২ কোটি ডলার। তৈরি পোশাক, আর্থিকখাত, কৃষিপণ্য প্রক্রিয়াজতকরণ, ওষুধ শিল্পসহ বিভিন্নখাতে ঋণ দিচ্ছে প্রতিষ্ঠানটি।
যানজট আর সড়কে বিশৃঙ্খলায় এদেশে পণ্য পরিবহন ব্যয় অনেক বেশি। বিশ্ব ব্যাংকের এমন প্রতিবেদনের সূত্র ধরে আইএফসি বলছে, এই ব্যয় কমিয়ে আনতে নতুন বিনিয়োগ ক্ষেত্র হবে সরবরাহখাত।
ফরহাদ হোসেন/ফই
