
প্রধানমন্ত্রীকে হত্যার হুমকি দেয়া রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে পালনোর পথে তাকে আটক করে টহল পুলিশ। চাঁদের বিরুদ্ধে আগেই প্রায় ২৫টি মামলা ছিল। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির অভিযোগে দেশের বিভিন্ন থানায় আরও বেশকিছু মামলা হয়েছে।
আবু সাঈদ চাঁদ রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য। গত ১৯ মে নগরীর পুঠিয়ায় একটি বিদ্যালয় মাঠে বিএনপি আয়োজিত এক জনসভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রাণনাশের হুমকি দিয়ে বক্তব্য দেয়ার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে।
এর পরে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করে ক্ষমতাসীন দল ও বিভিন্ন পোশাজীবী সংগঠন।
পুলিশ জানায়, বেলা ১১টার দিকে রাজশাহীর ভেড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। একটি প্রাইভেটকারে করে আত্মগোপনের জন্য পালাচ্ছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে চেকপোস্ট বসিয়ে চাঁদকে আটক করে টহল পুলিশ দল। পরে তাকে পুঠিয়া থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
বিভিন্ন অপরাধে চাঁদের বিরুদ্ধে আগে থেকেই ২০ থেকে ২৫টি মামলা ছিল। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির ঘটনায় রাজশাহীতে আরও ছয় থেকে সাতটি মামলা হয়। এ ছাড়া দেশের বিভিন্ন থানায় আরও বেশকিছু মামলা হয়েছে চাঁদের বিরুদ্ধে।
রফিকুল ইসলাম/ফই
