
এখনও সব বই হাতে পায়নি প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা। এতে কয়েকটি শ্রেণিতে নতুন শিক্ষাক্রমে পাঠদানে সমস্যা হচ্ছে। প্রাথমিকের প্রথম ও দ্বিতীয় এবং মাধ্যমিকের সপ্তম শ্রেণির বইয়ের সংকট বেশি। সংকট আছে ষষ্ঠ শ্রেণির পাঠ্য বইয়েরও। এ অবস্থায় বাধাগ্রস্ত হচ্ছে শিক্ষা কার্যক্রম।
চট্টগ্রামের এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা এখনও পায়নি নতুন শিক্ষাক্রমের সব বই। এতে ব্যাহত হচ্ছে তাদের শ্রেণিপাঠ।
একই দশা চুয়াডাঙ্গার এই স্কুলেও। সব বই না পাওয়ায় শিক্ষার্থীদের মধ্যে হতাশা। শিক্ষকরা বলছেন, পুরোনো শিক্ষাক্রমের বই দিয়ে কোনোরকম শ্রেণিকার্যক্রম চালিয়ে নিচ্ছেন তারা।
এবার বই সংকট দেশজুড়েই। সব বই এখনও পায়নি শিক্ষার্থীরা। সংকটের বিষয়টি স্বীকার করে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান জানান, শিগগির কেটে যাবে সংকট। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীদের হাতে শতভাগ বই পৌঁছানোর আশ্বাস দেন তিনি।
আগামী শিক্ষাবর্ষের পাঠ্যপুস্তক মুদ্রণ নির্বিঘ্ন করতে টেন্ডার থেকে শুরু করে সব কাজ নির্ধারিত সময়ের আগেই শুরু করা হবে বলে জানান এনসিটিবি চেয়ারম্যান।
জয়ন্ত কর্মকার/ফই
