
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেছেন মুক্তিযোদ্ধার সন্তানদের সংগঠন “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কেন্দ্রীয় কমিটি ।

১৫ অগষ্ট (সোমবার) সকালে ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন সংগঠনটির নেত্রীবৃন্দ। বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণকালে উপস্থিত ছিলেন, “আমরা মুক্তিযোদ্ধার সন্তান” কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন, যুগ্ম সাধারণ সম্পাদক (১) একেএম সাখাওয়াত হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক শাহিনুর করিম বাবু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিঃ মোঃ শাহ পরান ছিদ্দিকী তারেক, নাজিম উদ্দিন চৌধুরি, কে এম গোলাম দস্তগির, প্রচার সম্পাদক অনি সামদানী চৌধুরী, সদস্য সোহেল। এ সময় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির ঢাকা মহানগর দক্ষিণ এর সভাপতি সালাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মমিন, ঢাকা মহানগর উত্তরের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম মোল্লা, যুগ্ম সাধারণ সম্পাদক দঃ খন্দকার রাসেল ও মাহবুব আলম, পারভেজ আহমেদ, পাকেল চন্দ্র সহ অন্নান্য নেতৃবৃন্দ।

