
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে ‘আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর গুলিস্তানে মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কার্যালয়ে এই আলোচনা সভা হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাধারন সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম নয়ন । বক্তব্য রাখেন মানবাধিকার প্রতিষ্ঠা ও বাস্তবায়ন কিমিটির মহাসচিব নুরুল ইসলাম। বক্তব্য রাখেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় সহ-সভাপতি আমিনুল ইসলাম রিপন, সাংগঠনিক সম্পাদক রুবিনা ইয়াসমিন অন্তরা, শাহা পড়ান সিদ্দিকী তারেক , মহানগর দক্ষিণ সভাপতি মনিরুজ্জামান সালাউদ্দিন, সাধারন সম্পাদক আবদুল্লাহ মমিন। সিনিয়র সহ সভাপতি জাহাঙ্গীর আলম মিলন, ঢাকা মহানগর দক্ষিণ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহাবুব আলম , প্রচার সম্পাদক পাকেল সাহা, ঢাকা জেলার সভাপতি সানেয়ার রাসেল সহ নেতৃবৃন্দ ।
বক্তারা বলেন জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর অসমাপ্ত কাজগুলো তারই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা হাত ধরে এগিয়ে যাচ্ছে। আমরা শেখ হাসিনার পাশে আছি ও থাকব।