29 C
Dhaka
শনিবার, নভেম্বর ২৬, ২০২২

বঙ্গবন্ধু খুনীদের লালন-পালন করছে যুক্তরাষ্ট্র: প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

- Advertisement -

যুক্তরাষ্ট্রের কঠোর সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। তিনি বলেন, দেশটি বঙ্গবন্ধুর খুনিকে লালন-পালন করছে। স্বাচিপের ৫ম জাতীয় সম্মেলনে তাদের বিচার নিশ্চিত করার প্রত্যয় জানান তিনি।

সোহরাওয়ার্দী উদ্যানে ৫ম জাতীয় সম্মেলনের আয়োজন করে স্বাধীনতা চিকিৎসক পরিষদ স্বাচিপ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী আক্ষেপ করে বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর সব রাজনৈতিক হত্যাকাণ্ডের বিচার করেছে। তারপরও বঙ্গবন্ধুর কিছু খুনির শাস্তি এখনও নিশ্চিত হয়নি। একজন খুনি আমেরিকায়, আরেকজন কানডায়, দুইজন পাকিস্তানে। আরকেজনের হদিস পাওয়া যাচ্ছে না।

শেখ হাসিনা বলেন, পঁচাত্তরে হত্যাকাণ্ডের পরই ইতিহাস বিকৃতি শুরু হয়। বঙ্গবন্ধুর নাম-নিশানা মুছে ফেলার চেষ্টা করেছিল স্বাধীনতা বিরোধীরা।

সরকারপ্রধান মন্তব্য করেন, বাংলাদেশ ছয় ঋতুর দেশ। দুই মাস পরপর ঋতু বদলায়। প্রকৃতির সঙ্গে সঙ্গে মানুষের মনও বদলে যায়। তাই বিরোধীরা ভুলে যায় সরকার কী কী উন্নয়ন করেছে।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত