
বাংলাদেশের বিভিন্ন জেলায় রেকর্ড বৃষ্টিপাত ও বন্যায় দুর্গতদের সহায়তা হিসেবে ২ কোটি ৩০ লাখ টাকা দেবে যুক্তরাষ্ট্র। দাতব্য সংস্থা ইউএসএইডের মাধ্যমে এই সহায়তা দেয়া হচ্ছে।
বুধবার (২২ জুন) একথা জানিয়েছে ঢাকার যুক্তরাষ্ট্র দূতাবাস।
মার্কিন দূতাবাসের চার্জ ডি’অ্যাফেয়ার্স হেলেন লাফেভ বলেছেন, বাংলাদেশের কিছু অঞ্চলে গত ১২০ বছরের মধ্যে এতো বন্যা দেখা যায়নি। যুক্তরাষ্ট্র এই প্রতিকূল সময়ে বাংলাদেশের সরকার ও জনগণের পাশে দাঁড়ানো অব্যাহত রেখেছে।
যুক্তরাষ্ট্র সরকার গত ৫০ বছরে বাংলাদেশকে প্রায় ৮ বিলিয়ন ডলার সহায়তা দিয়েছে। গত বছর ইউএসএইড প্রায় ১২০ মিলিয়ন ডলারের মানবিক সহায়তা দিয়েছে।
এছাড়াও ২০২১ সালে আরও প্রায় ২০০ মিলিয়ন ডলারের সহায়তা প্রদান করা হয়েছে, বাংলাদেশের মানুষের জীবনমান উন্নয়নে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, অর্থনৈতিক সুযোগ সম্প্রসারণ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নতি, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অনুশীলনের প্রচার, পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ঝুঁকি মোকাবেলা করার জন্য।
