
বরিশালে বিভাগীয় সমাবেশের স্থানে ইতোমধ্যে জড়ো হয়েছেন বিএনপির হাজারো নেতাকর্মী। সেখানেই চলছে রান্নাবানা, রাত্রিযাপন। কেন্দ্রীয় নেতারা বলছেন, সমাবেশ সফল করতে তাদের এমন কৌশল।
যান চলাচল বন্ধ। তবে এরই মধ্যে বরিশালের বিভাগীয় সমাবেশের স্থান বঙ্গবন্ধু উদ্যানে সমবেত বিএনপির হাজার হাজার নেতাকর্মী।
নেতাকর্মীরা জানান, বৃহস্পতিবার থেকেই বরিশাল বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে সমাবেশস্থলে জড় হতে থাকেন তারা। ৮টি বড় হাড়িতে প্রায় দেড় হাজার মানুষের জন্য রান্না করা হয় মাংস খিচুরি। রাতে সামিয়ানা টাঙিয়ে সমাবেশ স্থলেই থাকছেন অনেকে।
কেন্দ্রীয় নেতারা জানান, সমাবেশ সফল করতেই এমন কৌশল।
শনিবার বরিশালে অনুষ্ঠিত হবে বিএনপির বিভাগীয় গণসমাবেশ।