
বরিশালে বাস ও মাহিন্দ্রার (ডিজেল চালিত থ্রি হুইলার) সংঘর্ষে এক শিক্ষার্থীসহ ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও পাঁচজন। তাদের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে বরিশাল-বানারীপাড়া সড়কের তেঁতুলতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন, বরিশালের ব্রজমোহন (বিএম) কলেজের মাস্টার্সের শিক্ষার্থী শিলা হালদার, যাত্রী পারভীন, খোকন ও মানিক এবং মাহিন্দ্রার ড্রাইভার সোহেল। নিহত অপর যাত্রীর পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মাহিন্দ্রাটি বরিশাল থেকে বানারীপাড়ার দিকে যাচ্ছিল, অপরদিকে দুর্জয় পরিবহনের একটি বাস বানারীপাড়া থেকে বরিশাল সদরের দিকে যাচ্ছিল। যানবাহন দুটির মুখোমুখি সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটে।
বরিশালের বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান মুকুল জানিয়েছেন, নগরীর নথুল্লাবাদ বাসস্ট্যান্ড থেকে ১০ জন যাত্রী নিয়ে মাহিন্দ্রাটি বানারীপাড়ার উদ্দেশে যাচ্ছিল। পথে তেঁতুলতলা নামক স্থানে বিপরীত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা দুর্জয় পরিবহনের একটি বাসের সঙ্গে মাহিন্দ্রাটির সংঘর্ষ হয়।
ফাআ/তুখ//ফাআ
