
বরিশাল ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ। প্রতীক পাওয়ার পরপরই প্রচার প্রচারণায় নেমে পরেছেন মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা। দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। কক্সবাজার পৌরসভায়ও নির্বাচনের প্রতীক দেয়া হয়েছে আজ।
সকাল থেকেই বরিশালের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে মেয়র ও উন্সিলর প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেয়া হয়। গাজীপুর সিটির মতই বরিশালের নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করার দাবী প্রার্থীদের।
নগরবাসীর জন্য নিজ নিজ পরিকল্পনার কথা তুলে ধরেন মেয়র প্রার্থীরা।
এদিকে কক্সবাজার পৌরসভা নির্বাচনে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। প্রার্থীদের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান জেলা নির্বাচন কর্মকর্তা।
খুলনা সিটিতেও আজ নির্বাচনের প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক পেয়েই জনসংযোগে নেমেছেন সেখানকার ৪ মেয়র প্রার্থী।
পিন্টু হাজং/ফই
