
দেশের তৈরি রকেট উড়বে মহাকাশে। শুনতে কিছুটা অবাক লাগলেও, ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের একদল স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থী উদ্ভাবন করেছেন প্রোটো টাইপের ৪টি রকেট।
যার নাম দেয়া হয়েছে ধূমকেতু ওয়ান এবং ধুমকেতু টু। তবে, এসব রকেট আকাশে উড়তে চাইছেন সরকারের সহায়তা।
আকাশে উড়ার প্রথম ধাপ সম্পন্ন ধূমকেতু ওয়ান রকেটের। রাখা হয়েছে ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজ মাঠে। ময়মনসিংহ ইঞ্জিনিয়ারিং কলেজের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্টনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক শিক্ষার্থী নাহিয়ান আল রহমানের নেতৃত্বে রকেট তৈরির কাজ শুরু করেন একদল তরুণ।
দীর্ঘ চার বছরের গবেষণায় যার প্রথম ধাপের পূর্ণতা মেলে ২০২২ সালে। ২০১৯ সালে কাজ শুরু করে তিন বছরের গবেষণায় প্রাথমিক সফলতার চূড়ায় পৌঁছার দাবি তরুণদের। সম্প্রতি রকেটসহ ছবি ফেসবুকে পোস্ট করে আলোচনায় আসেন তারা।
প্রজেক্টটি এখন চূড়ান্ত ধাপে রয়েছে। রকেটটি ২০ কিলোমিটার উপরে উঠবে সাথে সাথে নেমেও যাবে। ৬ ফুট উচ্চতার এই রকেটটি নিয়ে কাজ করতে ডিজাইন করা হয়েছে একটি সফটওয়ার।
টিম লিডার নাহিয়ান আল রহমান জানান, ছাত্রদের সফলতায় গর্বিত শিক্ষকরা। রকেটটি বাস্তবে আকাশে উঠবে কিনা তা পরিক্ষা করতে সরকারি সহযোগীতা চেয়েছেন তারা।
ফাই/ফই