24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

বাংলাদেশে বিনিয়োগের আহবান প্রধানমন্ত্রীর

বিশেষ সংবাদ

- Advertisement -

বিনিয়োগের জন্য বিদেশিদের বাংলাদেশকে বেছে নেয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ‘মেইড ইন বাংলাদেশ উইক’ উদ্বোধন করে এ আহবান জানান তিনি। এসময় দেশীয় শিল্পকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পদক্ষেপ নেয়ার তাগিদও দেন প্রধানমন্ত্রী।

বিশ্বের ১৬০ দেশে রপ্তানি হয় মেইড ইন বাংলাদেশ ট্যাগ যুক্ত তৈরি পোশাক। যা থেকে বছরে ৪ দশমিক তিন পাঁচ বিলিয়ন ডলার রপ্তানি আয়। যার পুরোটাই যুক্ত হয় দেশের রিজার্ভে।

সাম্প্রতিক সময়ে পার্শবর্তী দেশগুলোর নানামুখী পদক্ষেপের কারণে কিছুটা ঝুঁকিতে পড়ে তৈরি পোশাক খাত। এ অবস্থায় নতুন করে ক্রেতা আকর্ষণ সৃষ্টি করতে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারী ও রপ্তানিকারকদের সংগঠন-বিজিএমইএ’র উদ্যোগে রাজধানীতে শুরু হয়েছে ‘মেইড ইন বাংলাদেশ সপ্তাহ’। উদ্দেশ্য ইউরোপীয় ইউনিয়নসহ পোশাক শিল্পের বিশ্বব্যাপী বাজারে বাংলাদেশকে নতুনভাবে পরিচিত করা।

সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় সরকার প্রধান, বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশ রয়েছে উল্লেখ করে সবাইকে এগিয়ে আসার আহবান জানান।

রপ্তানিতে পণ্যের বৈচিত্র ও বিশ্বব্যাপী বাজার সৃষ্টির তাগিদ দেন শেখ হাসিনা। বর্তমান সরকারের কর্মকান্ড তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ইশতেহার অনুযায়ি নানা পদক্ষেপের কারনে বাংলাদেশ বদলে গেছে।

সিঙ্ক:

বৈশ্বিক মন্দা সামলাতে সমন্বিত উদ্যোগ নেওয়ার আহবানও জানান প্রধানমন্ত্রী।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত