
বাজারে পেঁয়াজের সরবরাহ ভাল। নতুন করে বাড়েনি দাম। তবে ভোজ্যতেলের সাথে পাল্লা দিয়ে বাড়ছে অন্যান্য নিত্য পণ্যের দাম। বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ স্বাভাবিক রয়েছে, তবে খোলা তেল বাজারে আসতে আরো সময় লাগবে, বলছেন বিক্রিতারা।
মো. নিজাম শেখ ও ইসমাইল শেখ রাজবাড়ী থেকে ৭০ বস্তা পেয়াজ নিয়ে এসেছেন কারওয়ান বাজারের আড়তে। দু’দিন আগেও কেজিপ্রতি পেয়াজের দাম ৩০ থেকে ৩৪ টাকা পেলেও আজ ২৭ টাকা।
আড়ৎদার নাসির মোল্লা বলছেন, ভারতের আমদানী বন্ধের অজুহাত দেখিয়ে পেয়াঁজের বাজার অস্থিতিশীল করার পায়তারা চলেছে।
কৃষকের ২৭ পেঁয়াজ খুচরা বাজারে বিক্রি হচ্ছে ৩৮ টাকা করে। ভারতীয় পেঁয়াজের দামও একই। তবে বেড়েছে রসুনের দাম। আটা-ময়দা, সব ধরনের ডাল, চিনি, গুড়ো দুধসহ অস্থির নিত্য পণ্যের বাজার।
সয়াবিন তেলের সরবরাহ ঠিক থাকলেও খোলা তেল বাজারে আসতে আরো কিছুদিন সময় লাগবে।
ব্রয়লার মুরগী কেজিতে ১৬০ থেকে ৬৫ টাকা করে বাড়তি দামেই বিক্রি হচ্ছে। স্বস্তি কিছুটা ফিরেছে কেবল সবজির বাজারে।
মাসুদ মোস্তাহিদ/ফই
