
টিসিবি আর ওএমএসের ন্যায্যমূল্যের নিত্যপণ্য। খোলস বদল করে, পাচার করে দেয়া হচ্ছে বিভিন্ন বাজারে। রাজধানীর আগারগাঁও এলাকায়, এমন এক কারবারি ধরে পড়লেন র্যাবের অভিযানে।
করোনার মহামারিতে বিপর্যন্ত জনজীবন। এমন পরিস্থিতিতে আগে থেকে চলা টিসিবির ট্রাক সেল, অনেকটাই স্বস্তির প্রতীক নিম্ন আয়ের মানুষের কাছে।
এ বিষয়ে ক্রেতা-বিক্রেতারা জানান তাদের সুবিধার কথা। তবে র্যাবের অভিযানে কালো বিড়ালের সন্ধান মিললো ন্যায্যমূল্যের ডিলারের গুদামে। নিত্যপণ্যের খোলস বদলে নিচ্ছে ভিন্ন রুপ।
শুধু টিসিবির নিত্যপণ্য নয়, এই ডিলার ওএমএসের চালও নতুন নামের বস্তায় পুরে পাচার করছেন বিভিন্ন বাজারে। ব্যবহার হচ্ছে রাসয়নিকের বস্তাও।
অভিযানের বিষয় ম্যাজিস্ট্রেট জানান নিয়মমাফিক ব্যবস্থা গ্রহণের কথা জানান, র্যাব নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ মাজহারুল ইসলাম।
মাই/ফই
