
মৌসুমের শুরুতে বাজারে হরেক রকম শীতের সবজি। সরবরাহ ভালো থাকলেও দাম কিছুটা বাড়তি। আবহাওয়া অনুকূলে থাকায় এবার ফলনও ভালো। এদিকে, চাল তেল চিনির বাজারের অস্থিরতা কমছে না কিছুতেই।
নিত্যপণ্যের অস্বাভাবিক দামে নাভিশ্বাস মানুষের। চাল, ডাল, ডিম, চিনি ও তেলসহ প্রায় প্রতিটি নিত্যপ্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম এখন আকাশচুম্বী। শীতের সবজিতেও ফেরেনি স্বস্তি। ভরা মৌসুম চললেও প্রায় সব সবজির দাম চড়া।
বাজারে সবজীর আমদানি ভালো। ফুলকপি, বেগুন, সিম, টমেটো সবই টাটকা। দাম আগের চেয়ে কিছুতা কমলেও, চাহিদার সাথে যোগানের হিসাব কষে কেউ খুশি, কেউ অখুশি।
চাল-তেল-চিনিতে এখনো ফেরেনি স্বস্তি। বেশি দরে চাল-তেল মিললেও, চিনির সরবরাহ এখনো স্বাভাবিক হয়নি বাজারে। নিত্যপণ্যের অস্বাভাবিক দামে অসহায় মানুষ।
এদিকে বাজারে কমতে শুরু করেছে মুরগি ও ডিমের দাম। খুচরায় প্রতি কেজি মুরগিতে দাম কমেছে ২০ থেকে ৩০ টাকা। বাজারে নতুন পেঁয়াজ আসায় কমতে শুরু করেছে দাম।
