
নির্বাচন সামনে রেখে, সড়ক যোগাযোগ ও অবকাঠামোয় বাড়তি নজর থাকছে আসন্ন বাজেটে। এর সঙ্গে সংশ্লিষ্ট ১০ মন্ত্রণালয়েই যাচ্ছে, বাজেটের ৪৬ শতাংশ বরাদ্দ। টাকার অংকে ৩ লাখ সাড়ে ৯ হাজার কোটি। যা চলতি অর্থবছরের তুলনায়, ৩০ হাজার কোটি টাকা বেশি।
সরকারের টানা তৃতীয় মেয়াদের চতুর্থ বাজেট। এই মেয়াদে আরও একটি বাজেট দেয়ার সুযোগ পাবে ক্ষমতাসীনরা। তবে তা বাস্তবায়ন করবে, পরের সরকার।
সিপরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেন, আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন। তাই, আসন্ন বাজেটে থাকছে ভোট টানার কৌশল। বাড়তি নজর যোগাযোগ আর অবকাঠামোয়।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, এবার বেশি নজর পাবে ১০ মন্ত্রণালয়। বরাদ্দ দাঁড়াবে ৩ লাখ সাড়ে ৯ হাজার কোটি টাকা। যা বাজেটের ৪৬ শতাংশ। (গ্রাফিক্স)
সবচেয়ে বেশি বরাদ্দ স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ে- ৪২ হাজার কোটি টাকা। প্রতিরক্ষায় ৪০ হাজার কোটি, শিক্ষায় থাকছে ৩৯ হাজার কোটি টাকা।
বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহ উদ্দিন আহমেদ, প্রাক্কলন বড়, তবে উদ্বেগ থেকে যায় তসরুপ আর অপচয়ের আশঙ্কায়।
২০২২-২৩ অর্থবছরে সড়ক পরিবহন খাতে বরাদ্দ রাখা হচ্ছে ৩৬ হাজার কোটি টাকা।
সাইদ আরমান/ফই
