- Advertisement -

রাজধানীতে দুই দফা জানাজা শেষে, কুমিল্লার বুড়িচং নেয়া হয়েছে, সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর মরদেহ। সেখানে বাদ আসর তাকে দাফন করা হবে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর বকশিবাজার ও সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে তার জানাজা হয়। বীর এই মুক্তিযোদ্ধাকে গার্ড অব অনার দেয় জেলা প্রশাসন। শ্রদ্ধা নিবেদন করা হয় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে। বিভিন্ন সংগঠনও তাকে শ্রদ্ধা জানিয়েছে।
করোনায় আক্রান্ত হয়ে, গত বুধবার হাসপাতালে মারা যান, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আব্দুল মতিন খসরু।
শাশা/লিশা
- Advertisement -
