27 C
Dhaka
শনিবার, আগস্ট ২০, ২০২২

বাড়ছে ডেঙ্গুর প্রকোপ, দুই সিটির সমন্বিত উদ্যোগের আহ্বান

বিশেষ সংবাদ

- Advertisement -

গত বছরের তুলনায় এবছরের প্রথম সাড়ে চার মাসে প্রায় চার গুণ বেড়েছে ডেঙ্গু রোগী। আর একমাসের ব্যবধানে সংক্রমণ বেড়েছে দ্বিগুণ। কিটতত্ত্ববিদরা বলছেন, জুনের জরিপের পরই বোঝা যাবে দেশের ডেঙ্গু পরিস্থিতি। দুই সিটি সমন্বিত উদ্যোগ না নিলে প্রকোপ ভয়ংকর হয়ে ওঠার শঙ্কা তাদের।

দেশে গেলো বছর অনেকটাই কম ছিলো ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। প্রথম সাড়ে চার মাসে শনাক্ত ছিলো মাত্র ৭০ জন। কিন্তু চলতি বছর পরিস্থিতি পাল্টে যাচ্ছে, একই সময়ে শনাক্ত হয়েছে প্রায় আড়াইশো জন। বছরের শুরু থেকেই শনাক্ত একটু একটু করে বাড়ছে। মে মাসের প্রথম ২০ দিনেই শনাক্ত হয়েছে ৫০ জন।

কিটতত্ত্ববিদরা বলছেন, ডেঙ্গুর মৌসুম শুরু হয়েছে, জুন থেকেই বাড়বে শনাক্তের সংখ্যা। তবে এডিস মশা নিধনে দুই সিটি কর্পোরেশনের সমন্বিত উদ্যেগে ডেঙ্গু নিয়ন্ত্রণ সম্ভব।

মশা নিয়ন্ত্রণে ওয়ার্ড কাউন্সিলর ও তরুণ সমাজকে সম্পৃক্ত করার আহবানও জানান তিনি।

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত