
বিএনপির সমাবেশ ঘিরে, সিলেট নগরীও অবরুদ্ধ। আশপাশের তিন জেলায় ইতোমধ্যে শুরু হয়ে গেছে পরিবহন ধর্মঘট। আর সিলেটে যান চলাচল বন্ধ হচ্ছে কাল সকাল থেকে। এদিকে, ঢাকা থেকেও সিলেটের পথে কোনো দূরপাল্লার বাস ছাড়ছে না। তবে, বিকল্প নানান উপায়ে, সমাবেশের স্থানে জড়ো হচ্ছেন বিএনপি নেতাকর্মীরা।
সিলেটে বিএনপির বিভাগীয় গণসমাবেশ শনিবার। শুক্রবার ভোর ছয়টা থেকেই মেীলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জে শুরু ৩৬ ঘণ্টার বাস ধর্মঘট। এতে যোগাযোগ বিচ্ছিন্ন সিলেট নগরী।
সিলেটে বাস ধর্মঘট শুরু হবে, সমাবেশের দিন ভোর থেকে। এদিকে, ঢাকা থেকে ইতোমধ্যে বন্ধ করে দেয়া হয়েছে দূরপাল্লার বাস চলাচল।

তারপরও সিলেটের সরকারি আলিয়া মাদ্রাসার সমাবেশ স্থলে নেতাকর্মীদের ঢল। নানা উপায়ে তারা প্রবেশ করছে নগরীতে। অনেকে রাত কাটাচ্ছেন সেখানেই। থাকা, রান্না-বান্না, খাওয়া-দাওয়া সবই চলছে সমাবেশের স্থানে।
মঞ্চ প্রস্তুত। কেন্দ্রীয় নেতারাও যাচ্ছেন সমাবেশের স্থানে। তারা বলছেন, সফল সমাবেশ করবেন। এদিকে, আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে, কোনো বিশৃঙ্খলা করতে দেয়া হবে না।
সমাবেশ ঘিরে সিলেটে বিএনপির নেতাকর্মীরা একদিকে সরব। অন্যদিকে, চলছে আওয়ামী লীগের শোডাউন। সব মিলিয়ে, বেশ উত্তপ্ত সিলেটের রাজনীতির মাঠ।
ছোটন সিংহ/ফই