
বিএনপি নেতা-কর্মীরা উজ্জীবিত হলেও দলটির দশ দফায় কোন রফা হবে না। রাজনীতির চলমান বাস্তবতায় এসব দাবী অযৌক্তিক ও অবাস্তব। এমনটাই মনে করে, রাজনৈতিক বিশ্লেষক এবং আওয়ামী লীগ নেতারা। তারা মনে করেন, সংসদ থেকে পদত্যাগ করে বিএনপি নিজেদেরই ক্ষতি করেছে।
টানা তিন মাসের কর্মযজ্ঞ। সারাদেশে বিভাগীয় গণসমাবেশ। যা শেষ হয় ঢাকায় গোলাপবাগের সমাবেশের মধ্যে দিয়ে।
আলোচিত দশ ডিসেম্বরের সমাবেশে নতুন কর্মসুচির পাশাপাশি দশ দফা দাবিও দেয় দলটি। যাতে নির্বাচন ব্যবস্থা, আইন ও আর্থিক সংস্কারসহ দ্রব্যমুল্যের মতো বিষয়গুলো আলোকপাত করা হয়েছে।
সঙ্গত কারণেই প্রশ্ন টানা এই আন্দোলনে কী পেলো বিএনপি?
এই আওয়ামী লীগ নেতা মনে করেন, চলমান পরিস্থিতিতে দ্লটির দশ দফার কোন যৌক্তিকতা নেই।
তবে এই রাজনৈতিক বিশ্লেষক মনে করেন, ১০ দফায় কিছু ভাল দিক আছে। তবে বাস্তবায়নের যে প্রক্রিয়া তাতে কতদুর আগাতে পারবে বিএনপি, তা নিয়েও প্রশ্ন আছে।
তিনি মনে করেন, জাতীয় সংসদ থেকে বিএনপির পদত্যাগ খুব অদুরদর্শী সিদ্ধান্ত।
রাজনৈতিক বিশ্লেষক ও ক্ষমতাসীনরা একটা জায়গায় একমত, বহুদিন ধরে বিএনপি যে অস্তিত্ব সংকটে ছিলো তার কিছুটা কাটিয়ে উঠতে পেরেছে দলটি।
