27 C
Dhaka
শনিবার, আগস্ট ২০, ২০২২

বিদেশি কূটনীতিকদের ‘খালেদার অসুস্থতা’ জানাল বিএনপি

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও তার জামিনে মুক্তি না পাওয়ার নেপথ্যে ‘সরকারি হস্তক্ষেপ’ রয়েছে বলে বিদেশি কূটনীতিকদের জানিয়েছে বিএনপি। দেশের সার্বিক পরিস্থিতি সম্পর্কেও তাদের অবহিত করেছেন দলটির নেতারা।

 

গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বৃহস্পতিবার বিকাল সাড়ে চারটা থেকে প্রায় এক ঘণ্টা বিভিন্ন দেশের কূটনীতিকদের সঙ্গে বৈঠক করেন বিএনপির নেতারা।

 

বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে কূটনীতিকেরা সাংবাদিকদের কিছু বলেননি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘প্রতি মাসেই আমরা কূটনীতিকদের সঙ্গে মতবিনিময় করি। আজকের (গতকাল) বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। আমাদের নেত্রীর গুরুতর অসুস্থতা ও তাঁর মুক্তির প্রক্রিয়ার বিষয়টি আলোচনায় উঠেছে।’

 

বৈঠকে জাপান, নরওয়ে ও ফিলিস্তিনের রাষ্ট্রদূত এবং যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ২০টি দেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বিএনপি নেতাদের মধ্যে ছিলেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস প্রমুখ।

 

শাই/ফাআ

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত