- Advertisement -

করোনায় বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে দেশের বিনোদন পার্কগুলো। কমে গেছে আয়, জীবিকা নিয়ে সংকটে অন্তত ১ লাখ মানুষ। দীর্ঘদিন অলস পড়ে থাকায়, রাইডিং যন্ত্রপাতিও নষ্ট হচ্ছে। রক্ষণাবেক্ষণে গুনতে হচ্ছে বাড়তি টাকা।
যান্ত্রিক জীবনে স্বস্তি পেতে, বিনোদন পার্কে ঢল নামে মানুষের। মহামারি, পাল্টে দিয়েছে সব।
মাসের পর মাস পড়ে আছে বিভিন্ন রাইড। চড়ার মানুষ নাই। কিন্তু, আছে রক্ষণাবেক্ষণের খরচ।
সংশ্লিষ্টদের আশা, হয়তো সব চালু হবে অচিরেই।
দেশজুড়ে বিনোদন পার্ক একশোটির বেশি। করোনায় ক্ষতি কোটি কোটি টাকা, সংকটে জীবিকা।
সরকারের কাছে প্রণোদনা এবং স্বাস্থ্যবিধি মেনে পার্ক খুলে দেয়ার দাবি সংশ্লিষ্টদের।
শাফী/লিশা
- Advertisement -
