
বিশ্বকাপ বাছাই পর্বে কলম্বিয়ার বিপক্ষে মার্টিনেজের একমাত্র গোলে জিতেছে আর্জেন্টিনা। আরেক ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে দাপট দেখিয়েছে ব্রাজিল। গুনে গুনে এক হালি গোল দিয়েছে পাঁচ বারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
গত ম্যাচে ইকুয়েডরের বিপক্ষে ড্র করা ব্রাজিল আজ ভোরে একটু চাপেই ছিলো। তার ওপর আবার একাদশে নেই নাম্বার ওয়ান গোলকিপার এলিসন বেকার।
প্যারাগুয়ের বিপক্ষে ম্যাচের শুরুর থেকেই বল নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন ক্যাসিমিরোরা। তার ফল মিলেছে। ২৮ মিনিটেই মার্কুইনহোসের সাহায্যে দারুণ গোল করেন রাফিনহা। তবে প্রথমার্ধে দাপট দেখালেও স্কোর বাড়াতে পারেনি ক্যাসেমিরোরা।
দ্বিতীয়ার্ধে প্যারাগুয়ের দিকে চাপ ধরে রাখে নেইমার-বিহীন ব্রাজিল। ফের সেই মার্কুইনহোসের অ্যাসিস্টে ডি বক্সের বাইরে থেকে চোখ ধাধানো শটে গোল উপহার দেন কৌতিনহো।
২৪ মিনিটর পরই ব্রাজিলকে ৩-০ গোলে এগিয়ে দেন অ্যান্টনি। শেষ মুহুর্তে শেষ পেরেকটি ঠোকেন রোদ্রিগো। ব্রাজিলের কাছে হেরে কাতার বিশ্বকাপ স্বপ্ন শেষ হয়ে গেল প্যারাগুয়ের।
আরেক ম্যাচে মার্টিনেজের একমাত্র গোলে কলম্বিয়ার বিপক্ষে জয় পেয়েছে আর্জেন্টিনা। তবে ম্যাচে তেমন দাপট দেখাতে পারেনি মেসি বিহীন আর্জেন্টিনা। ম্যাচের ২৯ মিনিটে আকুনার নিখুঁত ক্রসে দলকে এগিয়ে নেন ইন্টার মিলানের তারকা মার্টিনেজ।
৬৪ মিনিটে বুলেট গতির শটে গোলের চেষ্টা করলেও হতাশ হন ডি মারিয়া। ম্যাচের বাকি সময়েও ব্যবধান বাড়াতে পারেনি দুই বারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এই হারে কাতার বিশ্বকাপের টিকিট পাওয়া আরও কঠিন হয়ে গেল কলম্বিয়ার।
রাই/ফই
