32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের হাতছানি

বিশেষ সংবাদ

Juboraj Faishal
Juboraj Faishalhttps://www.nagorik.com
Juboraj Faishal is a News Room Editor of Nagorik TV.
- Advertisement -

ইংল্যান্ডের বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টিতে সিরিজ জয়ের লক্ষ্য বেলা তিনটায় মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচ জেতায় মানসিক দিক দিয়ে এগিয়ে রয়েছে সাকিব আল হাসানরা।

আর চাপে পরা জস বাটলাররাও মরিয়া সিরিজে সমতায় ফেরাতে। তবে ঘরের কন্ডিশন কাজে লাগিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জয়ে নজর টাইগারদের।

বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে সিরিজ জয়ের মাত্র এক ধাপ দূরে বাংলাদেশ। প্রথমবারের মতো এই ইসিহাসটা রচনার অপেক্ষায় মিরপুরের শেরে বাংলায়। আর সেজন্য প্রস্তুতির কোচ কমতি নেই সাকিব বাহিনির।

একই অবস্থা সফরকারী ইংল্যান্ডেরও। সিরিজ হারের লজ্জ্বায় পরতে চান না জস বাটলাররা। সেজন্য পুরো শক্তি নিয়েই অনুশীলন করেছেন ইংলিশরা। বিশেষ করে পেসাররা পুরো দমে নেট কাপিয়েছেন। আর ব্যাটিংয়েও বড় বড় ছক্কা হাকিয়েছেন জস বাটলার ও ডেভিড মালানরা।

বিশ ওভারের সংস্করণে এমনিতেই বাংলাদেশের সাফল্য কম। টেস্ট খেলুড়ে দেশগুলোর মধ্যে সিরিজ জয়ের নজির আছে স্রেফ অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিপক্ষে। এর মধ্যে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ দুটি নিজেদের হোম কন্ডিশনে। এবার ইংলিশদের বিপক্ষেও সেই সিরিজ জয়ের হাতছানি।

তবে এবার ইংল্যান্ডের বিপক্ষে পরিস্থিতি পুরোপুরি ভিন্ন। চট্টগ্রামে জেতা ম্যাচে উইকেট-কন্ডিশনের চেয়ে বাংলাদেশের দাপুটে পারফরম্যান্সই ছিল আলোচনার কেন্দ্রে। ওই ম্যাচে ব্যাটিং-বোলিং-ফিল্ডিং; তিন বিভাগেই দারুণ প্রদর্শনী করেছে সাকিবের দল। 

প্রথম ম্যাচে হেরে যাওয়া ইংল্যান্ডের বিপদ বাড়িয়েছে চোট সমস্যা। ইনজুরির কারণে সফরে আসতে পারেননি টম অ্যাবেল। পরে চোটের জন্য ওয়ানডে সিরিজের মাঝপথে ছিটকে যান উইল জ্যাকস। তবুও শক্তির কমতি নেই জস বাটলারদের।

রাজিবুল ইসলাম/ফই

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত