
দেশের ছয় বিভাগে ঝড় ও বজ্রসহ বৃষ্টি দিয়ে শুরু হয়েছে বৈশাখ। এমন আবহাওয়া থাকতে পারে আরও দিন তিনেক। এরপরে কালবৈশাখীর আঘাত বাড়ার আভাস দিচ্ছে আবহাওয়া অফিস। আনোয়ার হোসেনের রিপোর্ট।
বাংলা নববর্ষের প্রথম দিনে সিলেট বিভাগে কালবৈশাখী ঝড় ও বজ্রপাতে ৮ জনের মৃত্যু হয়। বৈশাখের প্রথম দিনে শুরু হওয়া এই ঝড়ের দাপট রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অব্যাহত থাকতে পারে আগামী তিন দিন।
আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, তিন দিন পর, বাড়তে পারে কালবৈশাখী। যার ছোবলে পড়তে পারে রাজধানী ঢাকাও।
ছুটির দিনে দেশের সর্বনিম্ন তাপমাত্রা চুয়াডাঙ্গায় ২২ ডিগ্রি সেলসিয়াস। গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল রাজশাহীতে ৩৭ দশমিক ৫ ডিগ্রি।
আনোয়ার হোসেন/ফই
