
হারবাল ব্যবসার আড়ালে প্রতারণার জাল বিস্তার করে মো. নুরুল আমিন দম্পতি বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন। গাজী আনিসের আত্মহত্যার পর তাদের গ্রেপ্তার করা হয়েছে। এক সংবাদ সম্মেলনে র্যাব জানায় ধার করে বিনিয়োগ করা টাকা ফেরত না পেয়েই আত্মহত্যার পথ বেছে নেন গাজী আনিস।
৪ জুলাই ২০২২। বিকেল পৌনে পাঁচটায় জাতীয় প্রেসক্লাব চত্ত¡রে নিজের গায়ে আগুন দেন এক সময়ের ছাত্র নেতা গাজী আনিস। কয়েক ঘন্টা পরই শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারী ইনষ্টিটিউটে অবস্থায় মারা যান তিনি।
একই দিনে গাজী আনিসের ভাই আত্মহত্যায় প্ররোচণার অভিযোগে আমিন ম্যানুফ্যাকচারিং কোম্পানির কর্ণধার ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেন। গতকাল অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়।
হারবাল ব্যবসার আড়ালে প্রতারণার মাধ্যমে আমিন দম্পতি বিশাল সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলেও জানিয়েছে র্যাব।
র্যাব জানায়, ২০১৭ সালে অভিযুক্ত দুই জনের প্রতিষ্ঠানে ধার করে বিনিয়োগ করেন আনিস। আস্থার সম্পর্ক থাকায় কোন চুক্তিনামাও করেননি। বিনিয়োগ ফেরত না পেয়ে হতাশ ছিলেন তিনি।
