
ভারতে একদিনেই প্রায় দুই লাখ করোনা রোগী শনাক্ত। টানা বেশকদিন ধরেই, দেশটিতে সংক্রমণের ব্যাপক উর্ধ্বগতি দেখা যাচ্ছে। আক্রান্তের হারে ভারতের পর যুক্তরাষ্ট্র ও ব্রাজিল। ইউরোপজুড়েও এখনো দাপিয়ে বেড়াচ্ছে প্রাণঘাতী করোনা। বিশ্বজুড়ে মৃত্যু এখন ৩০ লাখের কাছাকাছি, আক্রান্ত ছাড়িয়েছে ১৩ কোটি ৮৮ লাখ।
একদিনে আরও সাড়ে ১৩ হাজার মৃত্যু। বিশ্বজুড়ে দৈনিক প্রাণহানির সংখ্যাটা টানা অনেক দিন ধরেই, ১০ থেকে ১৫ হাজারের মধ্যে। এদিকে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত ৮ লাখের বেশি মানুষ। এই সংখ্যাটাও প্রতিদিন কেবল খানিকটা ওঠানামা করছে।
অর্থাৎ, বিশ্বজুড়ে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ার কোনো লক্ষণ এখনো নেই। বরং, বেড়ে চলেছে কোথাও কোথাও।
এখন সবচেয়ে বেশি ধুকছে ভারত। টানা কয়েকদিন ধরে শনাক্ত রোগীর সংখ্যা আগের দিনের রেকর্ড ভাঙছে। বুধবারে শনাক্ত হয়েছে প্রায় দুই লাখ। আর দৈনিক মৃত্যু থাকছে হাজারের আশপাশে।
আক্রান্তের সংখ্যায় এখনো শীর্ষে যুক্তরাষ্ট্র। মোট শনাক্ত ৩ কোটি সাড়ে ২১ লাখের বেশি। মৃত্যুও সর্বোচ্চ ৫ লাখ ৭৮ হাজার ছাড়িয়েছে। এই দেশেও দৈনিক প্রাণহানি হাজারে আশপাশেই থাকছে।
তৃতীয় অবস্থানে ব্রাজিল। দৈনিক শনাক্ত যুক্তরাষ্ট্রের মতোই- প্রায় পৌনে এক লাখ করে। তবে, মৃতের সংখ্যা যেকোনো দেশের চেয়েই অনেক বেশি। গত একদিনে দেশটিতে প্রাণহানি প্রায় সাড়ে ৩ হাজার।
এদিকে, এখনো টালমাটাল ইউরোপ অঞ্চল। ফ্রান্স, জার্মানিসহ সব দেশেই এখনো প্রতিদিন শনাক্ত হচ্ছে হাজার হাজার করোনা রোগী।
পিন্টু/লিশা
