
ভারতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা রোগীর সংখ্যা। রোববার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন প্রায় ৫ হাজার মানুষ।
ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লকডাউনের বিধিনিষেধ শিথিল করতেই দেশটিতে ব্যাপক হারে বাড়তে শুরু করেছে সংক্রমণ। এমন পরিস্থিতিতে ফের লকডাউন কঠোর করার চিন্তা করছে ভারতের কেন্দ্রীয় সরকার।
দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের রোববার সকালের ব্রিফিংয়ে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৪ হাজার ৯৮৭ জন করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন। এটি এ পর্যন্ত একদিনে শনাক্তের রেকর্ড। এ নিয়ে ভারতে মোট শনাক্ত হয়েছে মোট ৯০ হাজার ৯২৭ জন।
আর মৃত্যু হয়েছে ২ হাজার ৮৭২ জনের। শুধু গত ২৪ ঘণ্টায় মৃতের সংখ্যা ১২২ জন। এই সংখ্যাটাও গত কয়েকদিনের মধ্যে সর্বোচ্চ। এছাড়া আক্রান্তদের মধ্যে এখনও চিকিৎসাধীন ৫৩ হাজার ৯৪৬ জন। এখনও পর্যন্ত সুস্থ হয়েছেন ৩৪ হাজার ১০৯ জন।
ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, দেশের মোট আক্রান্তের এক-তৃতীয়াংশ মহারাষ্ট্র রাজ্যের। শনিবার ২৪ ঘণ্টায় রাজ্যটিতে নতুন আক্রান্ত হয়েছে ১ হাজার ৬০৬ জন। এতে রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা ৩০ হাজার পেরিয়ে গেছে। শুধু মুম্বাই শহরে একদিনে ৮৮৪ জন আক্রান্ত হয়ে মোট সংখ্যা দাড়িয়েছে সাড়ে ১৮ হাজারে।
পশ্চিমবঙ্গেও শনিবার পর্যন্ত ২ হাজার ৫৭৬ জনের শরীরে করোনার জীবাণু মিলেছে। মৃত্যু হয়েছে ১৬০ জনের।
দিল্লিতে একদিনে নতুন ৪০০ জন আক্রান্ত হয়ে মোট করোনা রোগীর সংখ্যা দাড়িয়েছে ৯ হাজারে। এরমধ্যে প্রাণ হারিয়েছেন ১২৯ জন। এছাড়া গুজরাট রাজ্যে শনিবার একদিনে আক্রান্ত হয়েছে ৩৪০ জন।
ফই/সাহু/ফই
