
ঈদযাত্রায় ঘর থেকে বেরিয়েই ধাক্কা খেতে হবে। রাজধানীর ভেতরে ৫০ টাকার ভাড়া ৩০০ টাকা। লেগুনায় ৬০ টাকার ভাড়া হয়ে গেছে ২০০ টাকা। বাস টার্মিনালে গিয়ে উপচে পড়া ভিড় আর দীর্ঘ অপেক্ষায় নাজেহাল দশা। এরপর বাড়ি ফেরার পালা, মহাসড়কের দীর্ঘ যানজট পেরিয়ে।
রাজধানীর বিমানবন্দর এলাকা। গরু নিয়ে মাছ নিয়ে এই ট্রাকগুলো এসেছিলো রাজধানীতে। এবার তারা ঈদযাত্রায়। নাড়ির টানে এমন যাত্রা হলেও, ভাড়া গুনতে হচ্ছে চড়া হিসেবেই।
গতকাল বিকাল থেকেই রাজধানীর রাস্তায় যানবাহনের জন্য অপেক্ষায় হাজার হাজার মানুষ। শুক্রবার সকালেও একই দশা।
রাজধানীর ভেতরে ৫০ টাকার ভাড়া ৩০০ টাকা। লেগুনায় যেখানে ৬০ টাকায় যাওয়া যেতো, সেখানে গুনতে হচ্ছে অন্তত ২০০ টাকা। কাউন্টারে এসে উপচে পড়া ভিড়ে নাকাল দশা। সঙ্গে কাঙ্ক্ষিত বাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা।
বাস এলে, প্রস্তুতি নিতে হবে মহাসড়কের যানজট পার হওয়ার। গাজীপুরের মহাসড়কে সকাল থেকেই গাড়ির গতি ধীর। ঈদযাত্রা যেনো শেষ হওয়ার নয়।
মাসুদ মোস্তাহিদ/ফই