32 C
Dhaka
বৃহস্পতিবার, জুন ১, ২০২৩

ভূমিসেবা নিশ্চিতে সব ব্যবস্থা নেয়া হয়েছে: প্রধানমন্ত্রী

বিশেষ সংবাদ

- Advertisement -

দেশের মানুষের ভূমিসেবা নিশ্চিত করতে, সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। কোনো হয়রানি ছাড়াই মানুষ এখন ভূমিসেবা পাচ্ছে। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ভূমি সম্মেলন উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সরকারপ্রধান বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই সরকারের লক্ষ্য।

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে নানা সেবামূলক কার্যক্রম নির্ধারণ করতে জাতীয় ভূমি সম্মেলনের আয়োজন করে ভূমি মন্ত্রণালয়।

পাশাপাশি ভূমি মন্ত্রণালয়ের সাতটি নতুন উদ্যোগ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। বলেন, ক্ষমতায় আসার পর দেশসেবায় রূপকল্প ২০২১ গ্রহণ করা হয়। যা অত্যন্ত সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

প্রধানমন্ত্রী বলেন, হয়রানি ছাড়াই মানুষ ভূমিসেবা পাচ্ছে। দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করাই বর্তমান সরকারের লক্ষ্য।

সম্মেলনের অন্যান্য লক্ষ্যের মধ্যে রয়েছে ভূমি মন্ত্রণালয়ের গৃহীত পদক্ষেপ সম্পর্কে নাগরিকদের জানানো। সম্মেলনটি চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত