24 C
Dhaka
শুক্রবার, মার্চ ২৪, ২০২৩

মধু মেলায় উৎসবমুখর যশোরের সাগরদাঁড়ি

বিশেষ সংবাদ

- Advertisement -

মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মবার্ষিকী উপলক্ষে, যশোরের সাগরদাঁড়িতে চলছে মধু মেলা। আয়োজন ঘিরে তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ। মেলায় অংশ নিতে ভারত থেকেও এসেছেন অনেকে।

মহাকাব্যিক, বাংলা সনেটের প্রবর্তক মাইকেল মধুসূদন দত্ত ১৮২৪ সালের ২৫ জানুয়ারি যশোরের কেশবপুর উপজেলার সাগড়দাঁড়িতে জন্ম নেন। বাংলা সাহিত্যে আনেন নব জাগরণ, দেন বিশ্ব পরিচিতি।

মহাকাব্য মেঘনাদবধ, ব্রজাঙ্গনা, বীরাঙ্গনা ও তিলোত্তমা সম্ভব, একেই কি বলে সভ্যতা, বুড়ো শালিকের ঘাড়ের রোঁসহ অসংখ্য সৃষ্টি তার। কবির অবদানকে শ্রদ্ধা ও সম্মানের সঙ্গে মানুষ স্মরণ করে আসছে যুগ যুগ ধরে।

জন্মদিন ঘিরে, প্রতি বছর কবির জন্মস্থানে হয় মধু মেলা। এবারও সাগরদাঁড়ি হয়ে উঠেছে উৎসবমুখর।

ভারত থেকেও মেলায় এসেছেন অনেকেই। আয়োজন দেখে জানাচ্ছেন উচ্ছাস। রয়েছে কয়েকশো স্টল। আরও আছে আলোচনা সভা ও সাংস্কৃতিক আয়োজন।

১৮৭৩ সালের ২৯ জুন কলকাতায় মারা যান মহাকবি। এরপর তার ভাইয়ের মেয়ে কবি মানকুমারী বসু ১৮৯০ সালে প্রথম স্মরণসভার আয়োজন করেন। সেই আয়োজন থেকে শুরু মধু মেলা।

- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

সর্বাধিক পঠিত