
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে লাখো মানুষের শ্রদ্ধা নিবেদনের জন্য প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। বাঙালি জাতির অবিস্মরণীয় এই দিনটি ঘিরে বাহারি ফুলে সাজিয়ে তোলা হয়েছে পুরো চত্বর। প্রশাসনের পক্ষ থেকেও নেয়া হয়েছে বাড়তি নিরাপত্তা।
যাদের ত্যাগ আর রক্তের বিনিময়ে স্বাধীন বাংলার বুকে উড়ছে লাল সবুজের পতাকা, সেইসব শহীদদের শ্রদ্ধাভরে স্মরণ করছে পুরো জাতি। প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। প্রায় এক মাস দিনরাত পরিশ্রমের পর গণপূর্ত বিভাগের কর্মীরা সাজিয়ে তুলেছেন জাতির গৌরব আর অহংকারের এই সৌধ। ১০৮ হেক্টর একর জায়গায় সবুজ পাতা আর লাল ফুলে রূপ দেয়া হয়েছে জাতীয় পতাকার।
নিরাপত্তার চাদরে ঢেকে দেয়া হয়েছে স্মৃতিসৌধ ও এর আশেপাশের এলাকা। তিন বাহিনীর পক্ষ থেকে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়ার চূড়ান্ত মহরা শেষ হয়েছে। এখন অপেক্ষা বিনম্র চিত্তে জাতির বীর সেনাদের শ্রদ্ধা জানানো।
তানভীর জনি/ফই
