Home বাংলাদেশ মাদকের পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র

মাদকের পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র

মাদকের পার্টি থেকে আটক শাহরুখ-পুত্র

মাঝ সমুদ্রে ‘মাদক পার্টি’ থেকে বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে আটক করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি)।

এনসিবি জোনাল ডিরেক্টর সমীর ওয়াংখেড়ে মুম্বাইয়ের সংবাদমাধ্যমকে জানান, ‘বলিউড সুপারস্টার শাহরুখ খান-পুত্র আরিয়ান খানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। দক্ষিণ মুম্বাইয়ের বলার্ড এস্টেট অফিসে আছেন তিনি। শনিবার রাতে এনসিবি ক্রুজে চলা যে মাদক পার্টিতে অভিযান চালানো হয়, সেখানে ছিলেন তিনি।’

কিছুটা ফিল্মি কায়দাতেই ওই পার্টিতে হানা দিয়েছিল এনসিবি। গোপন সূত্রে খবর ছিল, মাদক পার্টি হওয়ার কথা আছে মাঝ সমুদ্রে। যাত্রী বেশে ক্রুজে চাপেন নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর কর্তারা। তার পরই পার্টি শুরু হতে আটক করা হয় মোট ১০ জনকে। যার মধ্যে আছেন শাহরুখ-পুত্রও। আশঙ্কা করা হচ্ছে, জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার দেখানো হতে পারে আরিয়ানকে।

অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর বলিউডের মাদক যোগ নিয়ে এর আগেও সক্রিয় হয়েছে এনসিবি। দীপিকা থেকে শুরু করে সারা, অনেকেরই নাম জড়িয়েছে মাদক মামলায়। বহুদিন জেল হেফাজতে ছিলেন রিয়া চক্রবর্তী। এবার শাহরুখ-পুত্রের কপালে কী আছে সেটাই দেখার।

ফই//

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here