
মাদারীপুরে এক্সপ্রেসওয়ের রেলিং ভেঙে যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ১৯ জন নিহত হয়েছেন। আহত আরও অন্তত ২৫ জন। শিবচরের কুতুবপুরে যাত্রাবাড়ী-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।
সকালে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি বাস পদ্মা সেতুর আগে এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে যায়। দুমড়েমুচড়ে যায় বাসটি।
স্থানীয়রা জানায়, পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে কম বেশি দুর্ঘটনা ঘটছে। তবে রেলিং ভেঙে বাস খাদে পড়ে এতো প্রাণহানির ঘটনা আগে ঘটেনি।
পুলিশ জানায়, ঘটনাস্থলেই ১৪ জন নিহত হন। আহতদের নেয়া হয় হাসপাতালে। সেখানে মারা যান আরও কয়েকজন।
গুরুতর আহতদের নিয়ে আসা হয়, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে। চিকিৎসাধীন অবস্থায়, এখানেও কয়েকজন প্রাণ হারান।
সাইফুল শাহীন/ফই
