
রিজার্ভের টাকা খরচ হয়েছে মানুষের কল্যাণে। বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুপুরে রাজধানীতে এক অনুষ্ঠানে একথা বলেন তিনি।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে হওয়া এই অনুষ্ঠানে, ৫৯ জন নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যানকে শপথ পড়ান সরকারপ্রধান। বলেন, যারা ভোগ-দখল করতে চান, তারা এখনই বিদায় নিন। মানুষের সেবা করতে, সবার প্রতি আহবান জানান প্রধানমন্ত্রী। সরকারপ্রধান বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। এই দেশের কথা বললে, আন্তর্জাতিক সম্প্রদায় বিস্ময়ে তাকিয়ে থাকে।