
মালয়েশিয়ায় শ্রম বাজার দ্রুত চালু করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন, বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট। সংগঠনের নেতারা বলেন, বাংলাদেশ থেকে শ্রমিক না পেয়ে এরইমধ্যে নেপাল থেকে কর্মী নিতে শুরু করেছে মালয়েশিয়া। রাজধানীতে বৈদেশিক কর্মসংস্থান বৃদ্ধি ও বন্ধ শ্রমবাজার উন্মুক্তে করণীয় শীর্ষক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন।
সৌদি আরবের পর বাংলাদেশের সবচেয়ে বড় শ্রমবাজার মালয়েশিয়া। শিল্প নির্ভর হওয়ায় আরও গুরুত্ব বেড়েছে এই মার্কেটের।
প্রায় ৬ বছর পর খুলেছে মালয়েশিয়ার বাজার, কিন্তু রিক্রুটিং এজেন্সির পাল্টাপাল্টি দোষারোপে ছয় মাসেও নেই কোন অগ্রগতি। এসব বিষয়ে আলোচনা করতেই মতবিনিময়ের আয়োজন করে বায়রা সম্মিলিত গণতান্ত্রিক জোট।
জনশক্তি রপ্তানিকারকরা বলেন, সিন্ডিকেট করতে না পেরেই একটি অংশ শ্রমবাজার নিয়ে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাই কাল বিলম্ব না করে শ্রমবাজার খুলতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চান তারা।
অনুষ্ঠানে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সংসদীয় স্থাায়ী কমিটির সভাপতি, নিজেদের মধ্যকার বিরোধ মিটিয়ে ফেলার তাগিদ দেন।
বলেন, অস্থির বৈশ্বিক বাজারে টিকে থাকতে খুলে দিতে হবে শ্রমবাজার। তাই কোন ধরনের সিদ্ধান্তহীনতা কাম্য নয়।
আব্দুল্লাহ শাফী/ফই
