Home বাংলাদেশ মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

মিয়ানমার সফরে যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল

রোহিঙ্গা সমস্যা নিয়ে আলোচনার জন্য অক্টোবরেই মিয়ানমার যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

রোববার স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে চোরাচালান প্রতিরোধ সংক্রান্ত কমিটির ৫৯ তম সভার আলোচনা সভায় এ কথা জানানো হয়। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, ‘কূটনৈতিক তৎপরতার মাধ্যমে রোহিঙ্গাদের ফেরত পাঠানো সম্ভব হবে। তাই এ মাসেই মিয়ানমার যাওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।’

সভার আলোচনায় উঠে আসে সীমান্ত এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি,দেশের সার্বিক চোরাচালানের বর্তমান পরিস্থিতি, মাদক ও অস্ত্র চোরাচালানসহ রোহিঙ্গাদের কর্মকাণ্ড। স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের জানান, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতার কারণে চোরাচালান আগের তুলনায় অনেক কমে গেছে। রোহিঙ্গা অধ্যুষিত এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিতি ভাল বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, ‘সীমান্তের ১৬টি পয়েন্টে স্ক্যানিং মেশিন বসানো হবে। কারণ গত বছরের তুলনায় এ বছর অস্ত্র উদ্ধার বেশি হয়েছে। মূলত পুলিশি তৎপরতার কারণে এ মাসে বেশি অস্ত্র উদ্ধার হয়েছে।’

সভায় রোহিঙ্গারা যাতে অপরাধে জড়িয়ে যেতে না পারে সেজন্য নজরদারি বাড়াতে আইন শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।