
জামায়াতের সঙ্গে সংশ্লিষ্ট দলসহ মুক্তিযুদ্ধ বিরোধীদের যেনো নিবন্ধন না দেয়া হয়। এমন দাবি নিয়ে, নির্বাচন কমিশনে স্মারকলিপি দিয়েছে, মুক্তিযুদ্ধের বীর শহীদদের সন্তানদের সংগঠন- প্রজন্ম ৭১। এদিকে, ইসি বলছে, অন্য নামে জামায়াতে ইসলামী আবেদন করেছে কি না, তা খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।
নতুন নামে নির্বাচন কমিশনের নিবন্ধন নিতে চায় জামায়াতে ইসলামী। বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি- বিডিপি নামে নতুন একটি রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন করায়, এমন কানাঘুষা চলছে। নিজেদের লোকজন দিয়ে ওই দল গড়লেও, তাদের সঙ্গে আনুষ্ঠানিক সম্পর্ক অস্বীকার করছে জামায়াত।
এমন পরিস্থিতিতে নতুন নামে জামায়াতকে নিবন্ধন না দেয়ার দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। এরই ধারাবাহিকতায় সকালে প্রধান নির্বাচন কমিশনারের দপ্তরে স্মারকলিপি দিয়েছে প্রজন্ম একাত্তর। মুক্তিযুদ্ধের বীর শহীদদের সন্তানদের এই সংগঠনের দাবি, শুধু বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি নয়, জামায়াত-শিবিরের সঙ্গে সম্পৃক্ততা আছে, এমন কোনো দলকেই যেনো নিবন্ধন দেয়া না হয়।
এদিকে, বিডিপি চেয়ারম্যানের দাবি, তাদের সঙ্গে জামায়াতের কোনো সম্পর্ক নেই। ইসি বলছে, ভিন্ন নামে জামায়াত আবেদন করেছে কি না, খতিয়ে দেখা হবে।
কেবল বিডিপি নয়, আবেদন করা সব দলের ব্যাপারেই যাচাই-বাছাই হবে। সব দেখে, আইনের সঙ্গে সঙ্গতি থাকলেই কেবল, নিবন্ধন পাবে কোনো দল, বলছে নির্বাচন কমিশন।