
মুরগির খাবারের দাম বেড়ে চলায়, বিপাকে নরসিংদীর খামারিরা। মূল্যবৃদ্ধির লাগামহীন গতির কারণে, টিকে থাকাই মুশকিল। কুলাতে না পেরে, ব্যবসা বন্ধ করে দিয়েছেন অনেকে।
নরসিংদীর দুই আইটি এক্সপার্ট এবং দুই ব্যাংকার মিলে, ২০১৯ সালে পোল্ট্রি ব্যবসায় বিনিয়োগ করেন। ৪ উদ্যোক্তার স্বপ্ন ছিলো সফল হবেন।
কিন্তু, করোনা ও ইউক্রেন-রাশিয়া যুদ্ধ তাদের স্বপ্নে ব্যাঘাট ঘটায়। সবশেষ, সমস্যায় ফেলেছে মুরগির খাবারের অস্বাভাবিক দাম।
জেলার কয়েক হাজার খামারে তৈরি হয়েছে কর্মসংস্থান। মূল্যবৃদ্ধির ধাক্কায়, সেখানেও চিন্তার ভাঁজ। পোল্ট্রি মুরগি কেনাবেচায় খোলা বাজারের পরিকল্পনা চলছে, জানান জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা।
নরসিংদীর ৬ উপজেলায় ছোট-বড় মিলিয়ে পোল্ট্রি মুরগির খামার আছে ৭ হাজার ৩০০টির মতো।
আকরাম হোসেন/ফই
