28 C
Dhaka
সোমবার, সেপ্টেম্বর ২৬, ২০২২

মেসিকে গ্যালারিতে রেখে পিএসজির বড় জয়

বিশেষ সংবাদ

- Advertisement -

লিওনেল মেসি, সার্জিও রামোসদেরকে পিএসজি দলে ভিড়িয়েছে বটে, কিন্তু ম্যাচ ফিট হয়ে তাদের মাঠে নামতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে প্যারিসিয়ানদের।

তবে তারা ম্যাচ খেলতে মাঠে না নামলেও, ম্যাচের আগে ঠিকই নেমেছিলেন মাঠে। নিজেদের নতুন খেলোয়াড়দের স্বাগত জানিয়েছে পিএসজি।

এক গোল করে আরও দুটো করিয়ে স্ত্রাসবুর্গের বিপক্ষে ফরাসি দলটিকে ৪-২ গোলের দারুণ এক জয় এনে দিয়েছেন পুরনো নায়ক কিলিয়ান এমবাপে।

ম্যাচের আগেই ফরাসি ক্লাবটির মাঠে ছিল রীতিমতো উৎসব। এসময় ‘মেসি’ ‘মেসি’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো স্টেডিয়াম। মেসিও হাত নাড়িয়ে জবাব দেন।

দিনের অন্য ম্যাচে গেল মৌসুমের শিরোপা ঘরে তোলা লিলকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছে নিস। জিতেছে ৪-০ গোলে। বর্তমানে দলটি আছে তালিকার দুইয়ে। আর লিলের শুরুটা হয়েছে ভুলে যাওয়ার মতো, দুই ম্যাচ খেলে ঝুলিতে পুরেছে মোটে ১ পয়েন্ট।

তার//

- Advertisement -
- Advertisement -

আরও পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

সর্বাধিক পঠিত