
যুক্তরাষ্ট্রের নতুন ভিসানীতিকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি ও বিএনপি। তবে কোনো মতামত দেয়নি আওয়ামী লীগ। গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে সাক্ষাৎ করেন দলগুলোর প্রতিনিধিরা।
জাতীয় পার্টির নেতারা বলেন, যুক্তরাষ্ট্রের সদিচ্ছা বিষয়ে তারা একমত। বিএনপি বলাছে, এ নীতি ক্ষমতাসীনদের ভোট কারচুপির বিরুদ্ধে বড় বার্তা।
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদুত পিটার হাস গুলশানে তারা বাসায় আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টির প্রতিনিধিদের সাথে বৈঠক করেন। বেলা পৌনে ১২টা থেকে ২ঘণ্টার বেশি চলে আলোচনা।
বৈঠক শেষে জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে সুষ্ঠু নির্বাচনের জন্য তার দল এ মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির সাথে একমত।
বৈঠকে আওয়ামী লীগের পক্ষে ছিলেন দলের তথ্য ও গবেষণাবিষয়ক সম্পাদক সেলিম মাহমুদ ও কেন্দ্রীয় নেতা মো. এ আরাফাত। তারা এ বিষয়ে কোন মন্তব্য করেনি।
বিএনপির নেতারা দলের গুলশান কার্যালয়ের সামনে সাংবাদিকদের সাথে কথা বলেন। তাদের মতে, যারা ভোট চুরি সাথে জড়িত তাদের জন্য এটা একটা পরিস্কার বার্তা।
এ নীতি ঘোষণার পরও সুষ্ঠু নির্বাচন না হলে মার্কিনীদের উদ্বিন্ন হবার যথেস্ট কারণ থাকবে বলেও মনে করেন বিএনপির এ নেতা।
রাশেদুল কাদির/ফই
