Home বাংলাদেশ যুবলীগের সুবর্ণজয়ন্তী: দলে দলে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা

যুবলীগের সুবর্ণজয়ন্তী: দলে দলে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা

যুবলীগের সুবর্ণজয়ন্তী: দলে দলে সমাবেশস্থলে আসছেন নেতাকর্মীরা

 সুবর্ণজয়ন্তীতে আড়াইটায় সমাবেশ শুরুর কথা থাকলেও সকাল থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেছে সমাবেশস্থলে। দলে দলে মিছিল নিয়ে সমাবেশে যোগদান করছেন নেতাকর্মীরা। প্লেকার্ড ও জাতীয় পতাকা নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত সমাবেশ প্রান্তর।

আগামী জাতীয় নির্বাচনকে ঘিরে সরব রাজনৈতিক অঙ্গন। আলোচনায় বিএনপির বিভাগীয় গণসমাবেশ। পাল্টা সমাবেশে আওয়ামী লীগও দেখাতে চায় সক্ষমতা।

সবর্ণজয়ন্তীতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের মহাসমাবেশ। এতে যোগ দিতে কেউ কেউ গতকালই এসে হাজির হয়েছেন সমাবেশস্থলে। এছাড়া সকাল থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে সমবেত হচ্ছেন নেতা-কর্মীরা।

নিজ নিজ এলাকাভিত্তিক ভাগ হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও তার আশাপাশের এলাকায় শোডাউন করছেন উচ্ছ্বসিত নেতাকর্মীরা। হাতে শোভা পাচ্ছে নানা রংয়ের প্ল্যাকার্ড, যুবলীগের সাংগঠনিক ও বাংলাদেশের জাতীয় পতাকা, গায়ে সম্মেলন উপলক্ষে তৈরিকৃত টি-শার্ট।

দুপুর আড়াইটায় আনুষ্ঠানিকভাবে সম্মেলন শুরু হবে। প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন আওয়ামী লীগ সভাপতি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সমাবেশকে ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে অবস্থান নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

আনোয়ার হোসেন/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here