
পবিত্র রমজানে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল বাড়ানোর চেষ্টা করে, যা অত্যন্ত গর্হিত কাজ। বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহবান জানিয়েছেন তিনি। সকালে ৫০টি মডেল মসজিদ উদ্বোধন করেন সরকারপ্রধান। বলেন, ধর্মের নামে কাউকে বিচারের অধিকার দেয়া হয়নি।
৫৬৪টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের মধ্যে, তৃতীয় পর্যায়ে ৫০টির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে গণভবন থেকে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন সরকারপ্রধান।
বঙ্গবন্ধুকন্যা বলেন, কেউ যাতে জঙ্গিবাদ সন্ত্রাসের পথে না যায়। ইসলামের প্রকৃত শিক্ষার প্রসার করতেই, মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।
পবিত্র রমজান মাসে কিছু ব্যবসায়ী দ্রব্যমূল্য বাড়ানোর চেষ্টা করে, বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটা অত্যন্ত গর্হিত কাজ।
সরকারপ্রধান বলেন, বঙ্গবন্ধুর চিন্তাধারার সঙ্গে সংগতি রেখে সারা দেশে মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন করা হচ্ছে। এর মাধ্যমে একটি শক্তিশালী ইসলামি সাংগঠনিক কাঠামো গড়ে উঠবে।
সাইফুল শাহীন/ফই
