
আগামী নির্বাচনের আগে নতুন কোনও সড়ক নির্মাণ করা হবে না। জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রমজানের দ্রব্যমূল্যে ব্যবসায়ীদের কারসাজি ঠেকাতে জেলা প্রশাসকদের কঠোর হওয়ার নির্দেশ দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। ডিসি সম্মেলনের দ্বিতীয় দিনে এসব কথা বলেন তারা।
রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসকদের দ্বিতীয় দিনের সম্মেলন। সম্মেলনে জেলা প্রশাসকদের সাথে বৈঠক শেষে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। বলেন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা এবং দুর্ঘটনা কমাতে মহাসড়কে মোটরসাইকেল, ইজিবাইক, নসিমন, করিমন বন্ধে ডিসিদের নির্দেশনা দেয়া হয়েছে।
এছাড়া ডিসিদের সঙ্গে বৈঠক শেষে কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। রমজানে নিত্যপণ্যের দাম নিয়ে কেউ যেন সুযোগ না নেয়, সে বিষয়েও সতর্ক থাকতে নির্দেশনা দেন জেলা প্রশাসকদের।
সম্মেলনে বৈঠক শেষে কৃষিমন্ত্রী ভালো ফলনের পরও খাদ্য আমদানির কারণ ব্যাখ্যা করেন। বলেন নিলামের সিন্ডিকেটরা, সবসময় দাম বাড়িয়ে দেয় তাই তারা যাতে মজুত কম করে সেজন্য মাঝেমধ্যে খাদ্য আমদানী করা হয়ে কৌশলগত কারনে।
শাহনাজ শারমিন/ফই
