
অনেক কিছুর আধুনিকায়ন হলেও আধুনিক হয়নি রাজধানীতে বাসাবাড়ি থেকে বর্জ্য সংগ্রহ পদ্ধতি। এখনও সনাতন পদ্ধতিতেই বর্জ্য সংগ্রহ করছেন পরিচ্ছনতা কর্মীরা। এতে নানা রকম স্বাস্থ্যঝুঁকিতে পড়ছেন তারা। সিটি করপোরেশনের দায়িত্ব হলেও তারা এ বিষয়ে ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পরিচ্ছন্নতা কর্মীদের।
বাসা বাড়ির বর্জ্য একদিন পড়ে থাকলে দূষণে টেকা কঠিন হয়ে পড়ে নগর বাসীর।
প্রতিদিন তাই ভোর থেকেই গৃহস্থালী বর্জ্য সংগ্রহ করেন পরিচ্ছন্নতা কর্মীরা। তবে বর্জ্য সংগ্রহ কাজে তাদের নেই কোন সুরক্ষা ব্যবস্থা। সনাতন পদ্ধতিতেই বাড়ি বাড়ি ঘুরে বর্জ্য সংগ্রহ করতে হয় তাদের।
দীর্ঘদিন ধরে রাজধানীর বাড্ডা এলাকায় বাসা থেকে বর্জ্য সংগ্রহ করেন আকমল। কাজ করে যাচ্ছেন সুরক্ষা উপকরণ ছাড়াই। পেটের দায়, এ কাজে নামতে বাধ্য করেছে তাকে।
পরিচ্ছন্নতা কর্মীদের অভিযোগ, প্রতিনিয়তই নানা ধরনের দুর্ঘটনায় পড়তে হয় তাদের। সব ধরনের সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত তারা।
ইজারার মাধ্যমে সিটি করপোরেশনের কাছ থেকে বর্জ্য অপসারণের কাজ নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান। তাই সংশ্লিষ্ট প্রতিষ্ঠান পরিচ্ছন্নতা কর্মীদের নিয়োগ দিলেও দেখভালের দায়িত্ব সিটি করপোরেশনেরই।
সমস্যার কথা স্বীকার করে শিগগিরই ব্যবস্থা নেয়ার কথা জানান ঢাকা উত্তর সিটি করপোরেশন প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা কমোডর এম সাইদুর রহমান
অবহেলিত পরিচ্ছন্নতা কর্মীদের সুরক্ষায় দক্ষিণ সিটি করপোরেশনও ব্যবস্থা নেবে বলে আশা সংশ্লিষ্টদের।
রাসেদুল কাদির/ফই
