
দেশের গ্রামাঞ্চলে ধীরে ধীরে শীত জেঁকে বসলেও রাজধানীতে শীত নামতে কিছুটা দেরি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজধানীতে শীত আসতে আরও সপ্তাহ খানেক সময় লাগবে। তবে এরইমধ্যে তাপমাত্রা কিছুটা কমে আসায় স্বস্তিতে নগরবাসী।
রাজধানী থেকে খানিকটা দুরে গেলেই, ঠিকই টের পাওয়া যাচ্ছে শীতের অনুভূতি। ভোর থেকে সকালের প্রথম ভাগটি কুয়াশায় ঢেকে থাকছে চার পাশ। আড়মোড়া ভেঙে কুয়াশার ফাঁক গলে পূব আকাশে সূর্যের উঁকি।
শিশির জমছে ঘাসে। গাছের পাতায়। শস্য খেতে। কোথাও ফুটেছে ফুল। পাখিদের খুনসুটি। আরও কত কী!
দেশের গ্রামাঞ্চলে শীতের উপস্থিতি টের পাওয়া যাচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা কমেছে। তবে রাজধানীতে এখনও তেমন শীত অনুভূত হচ্ছে না।
আবহাওয়া অফিস জানিয়েছে, রাজধানীতে শীত নামতে অপেক্ষা করতে হবে আরও এক সপ্তাহ। তবে এখানে পুরোপুরি শীতের তীব্রতা অনুভব করতে হলে অপেক্ষা করতে হবে জানুয়ারি পর্যন্ত।
তবে স্বস্তির খবর হচ্ছে, রাজধানীতে এরই মধ্যে কমে গেছে তাপমাত্রা। সামনের দিনগুলোতে তাপমাত্রা আরো কমে আসবে। ফলে নগরবাসীকে পোহাতে হবে না গরমের অস্বস্তি।
