Home বাংলাদেশ ‘রাষ্ট্রপক্ষ-দুদকের বক্তব্য সুইস দূতের কথার সঙ্গে সাংঘর্ষিক’

‘রাষ্ট্রপক্ষ-দুদকের বক্তব্য সুইস দূতের কথার সঙ্গে সাংঘর্ষিক’

‘রাষ্ট্রপক্ষ-দুদকের বক্তব্য সুইস দূতের কথার সঙ্গে সাংঘর্ষিক’

বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডের বক্তব্য প্রত্যাহার করা ছাড়া কোনো উপায় নেই বলে মন্তব্য করেছেন হাইকোর্ট। আদালত বলেছেন, সুইস রাষ্ট্রদূতের বক্তব্য রাষ্ট্রকে বিব্রতকর অবস্থায় ফেলে দিয়েছে। বিষয়টি নিয়ে আগামী রোববার আদেশ দেবে উচ্চ আদালত।

তথ্য ফাঁসের ভয় না থাকায়, সুইস ব্যাংকগুলোতে দিন দিন বাড়ছে বাংলাদেশীদের আমানতের পরিমাণ। টাকার অঙ্কে যা এখন আট হাজার কোটিরও বেশি। বিষয়টি নিয়ে সমালোচনার পরিপ্রেক্ষিতে পররাষ্ট্রমন্ত্রী দাবী করেন, টাকা পাচারকারীদের তথ্য চাওয়া হলেও সুইজারল্যান্ড কর্তৃপক্ষ তা দেয়নি।

তবে ঢাকায় নিযুক্ত সুইস রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড জানান, বাংলাদেশের পক্ষ থেকে তাদের কাছে তথ্য চেয়ে কোনো আবেদনই করা হয়নি।

পরে বিষয়টি গড়ায় উচ্চ আদালতে। নির্দেশ অনুযায়ী সকালে বাংলাদেশ ব্যাংকের ফিন্যানশিয়াল ইন্টেলিজেন্স ইউনিট এ সংক্রান্ত প্রতিবেদন জমা দেয়। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে, প্রতিবেদন উপস্থাপন করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, ২০২২ সালের জুলাই পর্যন্ত ৬৭ জন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিষয়ে তথ্য চায় বাংলাদেশ।

পরে দুদকের আইনজীবী খুরশিদ আলম খান বলেন, সুইস রাষ্ট্রদূতের বক্তব্য সঠিক নয়। তিনি কেন এ ধরনের বক্তব্য দিলেন তার কাছে ব্যাখ্যা চাওয়া উচিত।

আর উচ্চ আদালত বলেছেন, দুদক ও রাষ্ট্রপক্ষের দেয়া প্রতিবেদন অনুযায়ী সুইস রাষ্ট্রদূতের বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি; বরং এটা সাংঘর্ষিক।

পরে আদালত দুদক ও রাষ্ট্রপক্ষকে হলফনামা আকারে তাদের বক্তব্য জমা দিয়ে আগামী রোববার পরবর্তী দিন ঠিক করে দেয়।

সাইফুল শাহীন/ফই

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here