
রাষ্ট্র মেরামতের জন্য সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করতে চায় বিএনপি। বলেছেন, দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ কাজে গণঅধিকার পরিষদও পাশে আছে বলে জানিয়েছেন তিনি। সকালে, সংলাপে বসে দুই দল।
দুই মাস ধরে, সরকার পতনের আন্দোলন ঠিক করতে, সমমনা রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। এর ধারাবাহিকতায়, সকালে দলটি সংলাপে বসে গণঅধিকার পরিষদের সঙ্গে।
এই সরকারকে আর থাকতে দেয়া যায় না। এ প্রসঙ্গে ঐক্যবদ্ধ দুই দল। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আন্দোলনের মাধ্যমে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিশ্চিত করা হবে।
গণঅধিকার পরিষদের আহবায়ক রেজা কিবরিয়া বলেন, ইতিবাচক আলোচনা হয়েছে। শুরু হয়েছে জাতীয় ঐক্য গড়ে তোলার প্রক্রিয়া।
রেজা কিবরিয়া বলেন, দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে, বিএনপির মতো তার দলও একই পথে হাঁটছে।
রাশেদুল কাদির/ফই
