
নারায়ণগঞ্জের রূপগঞ্জের ৫ লাখের বেশি বাসিন্দার সেবায় রয়েছে একমাত্র ৫০ শয্যা বিশিষ্ট সরকারী হাসপাতাল। যেখানে আবার পরীক্ষণ যন্ত্রের অভাব। পাশাপাশি ডাক্তার স্বল্পতার অভিযোগ দীর্ঘ দিনের। এ সুযোগে মাথা চাড়া দিয়েছে দালাল চক্র। কমিশন বাণিজ্যের লোভে বেসরকারী হাসপাতালে রোগী পাঠাচ্ছে তারা।
দালালদের দৌরাত্মে কমিশন দিতে বাধ্য হচ্ছে হাসপাতালগুলো। যা তারা মেটাচ্ছে চিকিৎসা ব্যয় বাড়িয়ে। শুধু তাই নয়, স্বাস্থ্য অধীদপ্তরের নিয়ম নীতির তোয়াক্কা না করেই, সিন্ডিকেট করে নামে বেনামে গড়ে তোলা হয়েছে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার। যেগুলোর বেশিরভাগেরই নেই বৈধ কাগজ।
রোগীর অসহায়ত্বের সুযোগ নেয়া এমন অপকর্মকে অমানবিক বলছেন সংশ্লিষ্টরা। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস তাদের।
অভিযোগ আছে কমিশনের লোভে কিছু হাসপাতালের চিকিৎসকরা অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষাও করান। এমনকি নিজের পছন্দের প্রতিষ্ঠান থেকে পরীক্ষা করিয়ে আনতে বাধ্য করেন। এমন পরিস্থিতিতে সরকারি হস্তক্ষেপ চান স্থানীয়রা।
সিরাজুম মুনির/ফই
