
রোহিঙ্গাদের পরিস্থিতি দেখতে সোমবার সকালে কক্সবাজারে গেছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস ও বিশ্বব্যাংক প্রেসিডেন্ট জিম ইয়ং কিম।
২ জুলাই ২০১৮ সোমবার সকাল পৌনে ৯টার দিকে বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইটে তাঁরা কক্সবাজারে আসেন। এ পর সকাল পৌনে ১১টার দিকে তাঁরা উখিয়ায় পৌঁছান।
রোহিঙ্গাদের বর্তমান অবস্থা দেখতে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের ইউএনএইচসিআরের বালুখালী ট্রানজিট ক্যাম্প, কুতুপালং মেইন রোহিঙ্গা ক্যাম্প এবং নারীদের আলাদা জায়গা পরিদর্শনের কথা রয়েছে।
জাতিসংঘের মহাসচিব ও বিশ্বব্যাংক প্রেসিডেন্টের সঙ্গে আছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী ও জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশনার ফিলিপ্পো গ্রান্ডি।
দু’দিনের এ সফরে তাঁরা কক্সবাজারে বৈশ্বিক সংস্থা ও বাংলাদেশ সরকারের শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন।
In Cox’s Bazar, Bangladesh, I’ve just heard unimaginable accounts of killing and rape from Rohingya refugees who recently fled Myanmar. They want justice and a safe return home. pic.twitter.com/FmbNKRdVKk
— António Guterres (@antonioguterres) ২ জুলাই, ২০১৮
ফাই/জাআ
